খাগড়াছড়িতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

নিহত মো. ইউনুসছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম মো. ইউনুস (৪০)। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের খাগড়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।

মো. ইউনুস জেলা সদরের শালবন এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। পেশায় ট্রাক্টরচালক ছিলেন তিনি। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক অংক্যচিং মারমা জেলা সদরের ধর্মঘর এলাকার সাথোই মারমার ছেলে। তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, খাগড়াপুর এলাকায় নিজের ট্রাক্টরটি রেখে বাড়ি ফিরছিলেন ইউনুস। এ সময় একটি অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি। অটোরিকশাচালক অংক্যচিং মারমাও (২২) সড়কে পড়ে আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ইউনুসকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জি এম রাকিব উদ্দিন প্রথম আলোকে বলেন, ইউনুস নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা প্রথম আলোকে বলেন, পথচারী নিহত হওয়ার ঘটনায় অটোরিকশাচালক অংক্যচিং মারমাকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় অটোরিকশাচালক মদ্যপ ছিলেন।