কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য আটক; পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য আটক হয়েছেন। পরে তাঁকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সোনাহাট বিওপি ক্যাম্পে হস্তান্তর করে এলাকাবাসী। অনুপ্রবেশের দায়ে বিজিবি ওই বিএসএফ সদস্যকে আটক করেছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল মোত্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ভূরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট বিওপির সীমান্ত পিলার ১০০৭ সংলগ্ন সোনাহাট গ্রামের বিএসসি মোড় এলাকা থেকে ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া ক্যাম্পের কনস্টেবল সনু কুমার জেটপকে স্থানীয় জনসাধারণ আটক করেন। আটকের সময় ওই বিএসএফ সদস্য ক্যামোফ্লেজ টি-শার্ট ও হাফপ্যান্ট পরা ছিলেন। পরে স্থানীয় ব্যক্তিদের কাছে সংবাদ পেয়ে বিজিবির সোনাহাট ও বাবুরহাট বিওপির টহল সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই বিএসএফ সদস্যকে আটক করে।
আটক বিএসএফ সদস্যের বরাত দিয়ে বিজিবি জানায়, ভারতের বিষখাওয়া ক্যাম্পের কনস্টেবল সনু কুমার জেটপ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। গতকাল সন্ধ্যায় ওই বিএসএফ সদস্য তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে প্রেমিকার স্বামী ও স্থানীয় গ্রামবাসী তাঁকে ধাওয়া দিলে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সোনাহাট গ্রামে ঢুকে পড়েন।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল মোত্তাকিম জানান, বিএসএফ সদস্য আটকের বিষয়টি সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তাঁরা আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার অনুরোধ জানান। পরে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।