গোপালগঞ্জে সমন্বয়ক আখ্যা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ২৩
সমন্বয়ক আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলায় আহত এক শিক্ষার্থী তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে আজ শুক্রবার দুপুরে মামলাটি করেন। হামলায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া নতুন স্কুল রোডে ‘ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে আট শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থী সেলিম রেজা বাদী হয়ে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত শহরের ব্যাংকপাড়ার ইফতি মাহমুদ ও তাঁর বাবা কবির মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এই হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল রাতেই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় এসে জড়ো হন। এ সময় তাঁরা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা থানায় এসে দোষীদের বিচারের আশ্বাস দিলে রাত একটার দিকে শিক্ষার্থীরা থানা ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।