গরুর খামারের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও চাঁদা চেয়ে হুমকির চিঠি উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি গরুর খামারের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও ‘চাঁদা দাবির একটি চিঠি’ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে হিজলবাড়য়া গ্রাম থেকে এসব উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
ওই খামারের মালিক একই গ্রামের বাসিন্দা ইসারুল ইসলাম। তাঁকে উদ্দেশ করে চাঁদা দাবির চিঠিটি লেখা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইসারুলের বাড়ির পাশেই গরুর খামারটি অবস্থিত। আজ সকালে খামারটির সামনে একটি ব্যাগের মধ্যে বোমার মতো বস্তু দেখতে পান কয়েকজন পথচারী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে পুলিশ। পরে এগুলো পানি ও বালুভর্তি একটি পাত্রে রেখে থানায় নেওয়া হয়। ওই ব্যাগের ভেতর একটি চিঠিও পাওয়া গেছে। এতে ইসারুলকে উদ্দেশ করে লেখা রয়েছে—তিন লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি-ঘর থাকবে না, তাঁকে মেরে ফেলা হবে।
চিঠির বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে ইসারুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলাম। এক বছর হলো বাড়িতে ফিরে একটি গরুর খামার করেছি। গ্রামে কারও সঙ্গে আমাদের বিবাদ নেই।’
ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে জানিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা শুরু করছে পুলিশ।