প্রাকৃতিক উপকরণে শিশুদের শিল্পকর্ম
কেউ কাঠ দিয়ে বানাচ্ছে মুখের অবয়ব, কেউ নানা প্রাকৃতিক উপকরণে তৈরি করছে মাছ, পাখিসহ নানা শিল্পকর্ম। শুক্রবার সকালে শিল্পকর্ম তৈরিতে শিশুদের এ ব্যস্ততা চোখে পড়ে চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারে।
সন্তরণ আর্ট অর্গানাইজেশন আয়োজিত এক কর্মশালার অংশ হিসেবে শিশু পরিবারের বালিকা শাখার শিশুরা এসব শিল্পকর্ম তৈরি করছিল। তিন দিনব্যাপী ওই কর্মশালা শুক্রবার বিকেলে শেষ হয়েছে। সমাপনী দিনে শিশুদের তৈরি করা শিল্পকর্ম নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম প্রদর্শনীর উদ্বোধন করেন।
‘কল্পলোকের চিত্র-৭’ শিরোনামের কর্মশালাটিতে শিশুদের বিভিন্ন প্রাকৃতিক উপকরণ পুনর্ব্যবহারের মাধ্যমে শিল্পকর্ম তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া কর্মশালায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত বুধবার শুরু হয় কর্মশালা।
কর্মশালায় অংশগ্রহণকারী শিশু জান্নাতুল ফেরদৌস বলে, এই কর্মশালায় অংশগ্রহণ করে সে ভীষণ খুশি। কর্মশালায় শিল্পকর্ম সম্পর্ক অনেক কিছুই জেনেছে সে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম বলেন, প্রাকৃতিক উপকরণ দিয়ে শিল্পকর্ম তৈরির বিষয়টি প্রশংসাযোগ্য। যেহেতু এতে তেমন কোনো খরচ নেই, তাই শিশুরা শিল্পকর্ম তৈরিতে আগ্রহী হবে।
সন্তরণ আর্ট অর্গানাইজেশনের সভাপতি মঞ্জুর আহমেদ বলেন, শিশুদের নিয়ে কাজ করা আনন্দের। নতুন কোনো কিছু শেখার ক্ষেত্রে তাদের আগ্রহ অনেক বেশি।
সন্তরণ আর্ট অর্গানাইজেশন ২০১৫ সাল থেকে স্বেচ্ছাসেবক হিসেবে আর্ট ক্লাস পরিচালনা করে আসছে সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য। যেখানে দেশের নানা প্রান্তের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের নানা বয়সের শিশুরা বসবাস করে।