সড়ক দুর্ঘটনায় রাতে চাচা, পরদিন সকালে ভাতিজির মৃত্যু
মোটরসাইকেলের ধাক্কায় গতকাল শুক্রবার রাতে মারা গেছেন চাচা। শেষবারের মতো চাচার মরদেহ দেখার জন্য সকালে কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যানে চড়ে রওনা হন ভাতিজি তোজাম্মিন শাহনাজ। পথে একটি যাত্রীবাহী বাস চাপা দেয় তাঁদের। এতে তোজাম্মিন শাহনাজ নিহত হন। আহত হন আরও তিনজন।
আজ সকালে পৌনে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তোজাম্মিন শাহনাজ পীরগঞ্জ উপজেলার মিত্রবাটী এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী। তিনি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পীরগঞ্জ পৌর শহরের জামতলি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল ভেলাতৈড় ভদ্রপাড়ার বাসিন্দা মুক্তারুল ইসলামকে (৬৫) ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন মুক্তারুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে মুক্তারুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পথে মুক্তারুলের মৃত্যু হয়।
এদিকে চাচার মৃত্যুর খবরে আজ শনিবার সকালে স্বজনদের সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যানে চড়ে চাচার মরদেহ দেখার জন্য ভেলাতৈড় ভদ্রপাড়ার দিকে রওনা হন তোজাম্মিন শাহনাজ। পথে সকাল পৌনে ১০টার দিকে পীরগঞ্জ থানার ৫০ গজ দক্ষিণে একটি যাত্রীবাহী বাস তাঁদের ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তোজাম্মিন শাহনাজ মারা যান। এ ঘটনায় ভ্যানে থাকা তাঁর মেয়ে তানিসা আক্তার (১৬), তাঁর মা ভেলাতৈড় ভদ্রপাড়ার বাসিন্দা সাজেদা খাতুন (৬৫) ও ভ্যানচালক মিত্রবাটি এলাকার বাসিন্দা ভূমি লাল (৪৫) আহত হন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, চাচার লাশ দেখতে যাওয়ার সময় পথে বাসচাপায় তোজাম্মিন শাহনাজ মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।