বরিশাল, রংপুর ও চাঁপাইনবাবগঞ্জে কখন, কোথায় ঈদের জামাত
শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দেশের কখন, কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেটি ঘোষণা করা হয়েছে। বরিশাল, রংপুর ও চাঁপাইনবাবগঞ্জেও ঈদের জামাতের সময় ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বরিশাল নগরের বান্দরোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরের আমতলা মোড়ের বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে একই সময়ে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল জেলায় মোট ৮ হাজার ৩৪টি মসজিদ আছে। প্রতিটি মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে ফাউন্ডেশন থেকে কোনো বাধ্যবাধকতা নেই।
বরিশাল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদেও একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। এর মধ্যে নগরের সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদে দুটি করে জামাত হবে। এর মধ্যে জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম এবং সকাল ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে আটটায় প্রথম ও নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
আদালতপাড়া জামে মসজিদে সকাল আটটায়, মুসলিম গোরস্তান জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, বালুর মাঠ জামে মসজিদে সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অক্সফোর্ড মিশন রোড বাইতুন নূর ইদ্রিসিয়া জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সোয়া আটটায়। এ ছাড়া নগরের টিঅ্যান্ডটি মসজিদে সকাল আটটায় এবং পোর্ট রোড কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় প্রথম এবং সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই এবং পিরোজপুরের নেছারাবাদ দরবার শরিফে। নেছারাবাদ দরবার শরিফে সকাল সাড়ে আটটায় এবং চরমোনাই ঈদগাহ ময়দানে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরের আমতলা মোড়ের খানবাড়ি জামে মসজিদ, দরগাবাড়ি মসজিদ, চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট জামে মসজিদ, বাকেরগঞ্জের দুধল মাদ্রাসা জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রংপুরে কখন-কোথায় জামাত
রংপুর নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে। রংপুর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরের কালেক্টরেট ঈদগাহে এই জামাত হবে। কালেক্টরেট ঈদগাহে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজিদ হোসাইন। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে একই সময় জেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ বিশেষ ব্যক্তিদের ঈদের নামাজ আদায় করার কথা আছে। সিটি করপোরেশন সূত্র জানায়, ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মসজিদ, ঈদগাহ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এদিকে নগরের মাওলানা কেরামত আলী (র.) মাজারসংলগ্ন রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠ; মুলাটোল হাফেজিয়া মাদ্রাসা মাঠ, নূরপুর; গণেশপুর ঈদগাহ; রংপুর সদর উপজেলা পরিষদ ঈদগাহ, তারাগঞ্জ, গঙ্গাচড়া, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, পীরগাছা জেএন উচ্চবিদ্যালয় মাঠ ও কারবালা মাঠে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বদরগঞ্জ চান্দামারী কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামাত হবে।
রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) হাবিবুর রহমান বলেন, ঈদের জামাত নির্বিঘ্নে আয়োজনের জন্য সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোয় পুলিশ থাকবে। গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ঈদের জামাত
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সোয়া সাতটায় ঈদের প্রথম ও প্রধান জামাত এবং সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে জেলার মডেল মসজিদে সকাল পৌনে আটটায় এবং সদর উপজেলা মডেল মসজিদে সকাল আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৮৮টি স্থানে ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক গোলাম মোস্তফা।