বিরামপুরে ভিজিএফের চাল বিতরণের সময় মারামারি থামাতে গিয়ে ছুরিকাহত সমবায় কর্মকর্তা

আহত মুহাম্মদ রকিবুল হাসান বিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরতছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ভিজিএফের চাল বিতরণের সময় একদল উচ্ছৃঙ্খল যুবকের মারামারি থামাতে গিয়ে এক সরকারি কর্মকর্তা ছুরিকাহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মুহাম্মদ রকিবুল হাসান। তিনি বিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত। আজ তিনি ২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণকাজে দিওড় ইউনিয়নে ট্যাগ অফিসার (তদারকি কর্মকর্তা) হিসেবে দায়িত্বে ছিলেন। পরে তিনি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ভিজিএফের চাল বিতরণকালে মারামারির সময় ওই কর্মকর্তার মাথায় মনিরুল ইসলাম (২৭) নামের এক তরুণ আঘাত করেন বলে দিওড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক মণ্ডল নিশ্চিত করেন। ঘটনাটি ইউপি চেয়ারম্যান, সদস্য, গ্রাম পুলিশসহ ভিজিএফের সুবিধাভোগীদের সামনেই ঘটে। অভিযুক্ত মনিরুল ওই ইউনিয়নের শিয়ালা গ্রামের হারুনুর রশিদের ছেলে।

এ ঘটনায় বিকেল পাঁচটার দিকে শিয়ালা গ্রামের মনিরুল ইসলাম, মো. রাকিব (২২) ও আঠারোজানি গ্রামের নজরুল ইসলামসহ (২৫) অজ্ঞাতনামা তিন থেকে চারজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মুহাম্মদ রকিবুল হাসান।

সমবায় কর্মকর্তা রকিবুল হাসান প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে দিওড় ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকাজে তদারকি কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। বেলা পৌনে তিনটার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকজন যুবকের চিল্লাচিল্লির শব্দ শুনতে পান। পরে অফিসকক্ষ থেকে বেরিয়ে বাইরে দুই তরুণকে হাতাহাতি করতে দেখেন। বিশৃঙ্খলা দেখে তিনি তাঁদের মারামারি থামাতে যান। তখন মনিরুল ইসলাম নামের একজন চাকু বা ছুরিজাতীয় কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

দিওড় ইউপির চেয়ারম্যান আবদুল মালেক মণ্ডল বলেন, ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ চলছিল। মাঠে শিয়ালা গ্রামের ১০ থেকে ১৫ জন ছেলে মারামারি করছিলেন। তখন ওই কর্মকর্তা দ্রুত সেখানে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করেন। দুজনকে দুই দিকে সরিয়ে দেন। তখন একটা ছেলে তাঁর মাথায় আঘাত করেন। সিগারেট চাওয়াকে কেন্দ্র করে তাঁরা মারামারি করছিলেন বলে তিনি শুনেছেন।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দিওড়ে ভিজিএফের চাল বিতরণের একদল যুবক উপজেলা সমবায় কর্মকর্তার মাথায় আঘাত করে আহত করেন। এ ঘটনায় তিনি বিকেলে থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।