সিলেটে শেখ হাসিনা শিশুপার্কের নাম বদল, ফিরল সাইফুর রহমানের নামে

সিলেট নগরের সুরমা নদীর পাড়ে শেখ হাসিনার নামে থাকা শিশুপার্কটির নাম বদলে রাখা হয়েছে ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’
ছবি: প্রথম আলো

শেখ হাসিনার নামে থাকা সিলেট নগরের সুরমা নদীর পাড়ে অবস্থিত একটি পার্কের নাম পরিবর্তন করে আগের নামে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’, এর প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের আমলে সুরমা নদীর পাড়ে ৩ দশমিক ৭৭ একর জমির ওপর ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’ নামে একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২৬ দশমিক ৮৮ কোটি টাকা ব্যয়ে সে সময় এর অবকাঠামোগত কাজ শেষ হলেও রাইডগুলো স্থাপিত হয়নি। পরে চারদলীয় জোট সরকার পরিবর্তনের পর শিশুপার্কের কাজ আর বাস্তবায়িত হয়নি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে কয়েক ধাপে শিশুপার্কটির কাজ শেষ হয়। সর্বশেষ ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’ নামে পার্কটির উদ্বোধন করা হয়।

যোগাযোগ করা হলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার প্রথম আলোকে বলেন, যে নামকরণে পার্কের প্রকল্পের কাজ শুরু হয়েছিল, আগের সেই নামে অর্থাৎ এম সাইফুর রহমান শিশুপার্ক নামে আজ পার্কটির নামকরণ ফিরিয়ে দেওয়া হয়েছে।