চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি চালানো দুজন গ্রেপ্তার
চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ছাত্রলীগ কর্মী ঋভু মজুমদার ও যুবলীগ কর্মী মো. জামাল। গতকাল সোমবার রাতে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাটে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে ঋভু মজুমদার ও মো. জামালকে শনাক্ত করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়। দুজন আন্দোলনে গুলি চালিয়ে হত্যার মামলায় আসামি।
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের গুলি ও হামলায় ১০ জন নিহত হন। আহত হন পাঁচ শতাধিক। এসব ঘটনায় নগর ও জেলায় ২১৯ টি মামলা হয়। ইতিমধ্যে সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। তবে পলাতক রয়েছেন বেশির ভাগ আসামি।