কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় ভাঙচুর-লুটপাট

কিশোরগঞ্জ জেলার ম্যাপ

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ সোমবার বিকেল থেকে সাবেক রাষ্ট্রপতিসহ বিভিন্ন ব্যক্তির বাড়িতে আগুন দেওয়া হয়।

একই সময় পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ উমান খানসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন নামের একজন বলেন, সন্ধ্যা ছয়টার দিকে তিনি জেলা শহরের খরমপট্টি এলাকায় আবদুল হামিদের বাসায় গিয়ে দেখেন, বাসার আসবাব সবকিছু ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি সময়ে হোসেনপুর পৌর সদর এলাকায় মসিউর রহমানের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

সরেজমিন শহরের স্টেশন রোডের পুরান থানা ও গৌরাঙ্গবাজার এলাকা দিয়ে অনেককেই লুটপাট করা এসব জিনিস মাথায় ও হাতে করে নিয়ে যেতে দেখা গেছে।