বনরক্ষীদের দেখে হরিণের মাংস, ফাঁদ ও নৌকা ফেলে পালালেন তাঁরা
সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযানে গেলে তাঁদের দেখে ৩০ কেজি হরিণের মাংস, হরিণ ধরার কয়েকটি ফাঁদ ও নৌকা ফেলে পালালেন কয়েক ব্যক্তি।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গহিন সুন্দরবনের জাবা নদীসংলগ্ন ছেঁড়ার খাল এলাকায় এ ঘটনা ঘটে।
বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানজিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আজ ভোরে আমি ও আমার ফাঁড়ির বনরক্ষী সাইফুল ইসলাম, নজরুল ইসলাম ও মোবারক হোসেন টহল দেওয়ার জন্য ট্রলার নিয়ে গহিন বনে প্রবেশ করি। আমরা যখন জাবা নদী ধরে সুন্দরবনের ছেঁড়ার খাল এলাকায় পৌঁছাই, তখন একটি নৌকা দেখে এগিয়ে যাই। এ সময় আমাদের দেখে নৌকা ফেলে কয়েকজন গহিন বনের মধ্যে পালিয়ে যান। আমরা তাঁদের পিছু নিলে তাঁরা ঘন জঙ্গলে ঢুকে যান। এ কারণে কাউকে আটক করতে পারিনি।’
তানজিলুর রহমান আরও বলেন, ‘ওই নৌকায় ৩০ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের কয়েকটি ফাঁদ পাওয়া গেছে। পালিয়ে যাওয়া হরিণশিকারিরা কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং এলাকার বলে ধারণা করছি।’
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বুধবার দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন্য প্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। হরিণের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।