সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৯১ জনের নামে মামলা

মামলাপ্রতীকী ছবি

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৯১ জনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা জজ আদালতের আইনজীবী মো. মুরাদ হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি এবং গুলি করে এক নেতাকে আহত করাসহ প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, কাজী এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা, সদস্যসচিব মাহাবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবদুস সালামের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে আসামিরা জেলা শহরে বিএনপির জেলা কার্যালয়ে হামলা চালান। এ সময় আসামি বাশার, আবু বকর সিদ্দিক, আবদুর রাজ্জাক আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। আসামি সিফাত কোরাইশী কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। দলীয় কার্যালয়ে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রাণভয়ে পেছনের দরজা দিয়ে সরে যান। আগ্নেয়াস্ত্রের গুলিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউর রহমান খান গুরুতর আহত হন। এরপর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পাশে থাকা একটি মোটরসাইকেলও পোড়ানো হয়। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মামলাটি তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ২২ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া থানায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী আফরোজা খানের গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেন সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।