মোটরসাইকেল থেকে পড়ে বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম নিহত
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জোবায়ের আলী (৫৬) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে। জোবায়ের আলী বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডে ইলেকট্রো মেকানিক্যাল প্রকৌশলী হিসেবে কাজ করতেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান হাওলাদার এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে জোবায়ের হোসেন রংপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কয়লাখনিতে আসছিলেন। রংপুর-ফুলবাড়ী সড়কের বদরগঞ্জ উপজেলার নাগেরহাটে পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, দুর্ঘটনাস্থলেই জোবায়ের হোসেনের মৃত্যু হয়। তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।