চালবোঝাই ট্রাক বিকল, শরীয়তপুর-চাঁদপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর সড়কে ওপর বিকল হয়ে পড়া ট্রাক। সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার হুগলি এলাকায়
ছবি: প্রথম আলো

শরীয়তপুর সদর উপজেলার হুগলি এলাকায় শরীয়তপুর-চাঁদপুর সড়কের ওপর একটি চালবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে আছে। ট্রাকটি না সরানোয় সকাল থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্র জানায়, জেলা শহরের পাশ দিয়ে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক। ওই সড়কটি দিয়ে চট্টগ্রাম অঞ্চলের পণ্য ও যাত্রীবাহী যানবাহন দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় চলাচল করে। বিশেষ করে স্থলবন্দর ভোমরা ও বেনাপোল এবং সমুদ্রবন্দর পায়রা ও মোংলার মালামাল চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোয় পরিবহনের গাড়িগুলো ওই সড়কটি দিয়ে যাতায়াত করে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৪০০ বস্তা চাল বোঝাই করে একটি ট্রাক আজ সোমবার সকালে কুমিল্লা যাচ্ছিল। ওই ট্রাকটি শরীয়তপুর সদর উপজেলার হুগলি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে পড়ে। এ কারণে সকাল ৮টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ট্রাকটি সড়ক থেকে সরানোর জন্য মাদারীপুর থেকে একটি র‌েকার আনে। তবে শরীয়তপুর সদরের মনোহর বাজার এলাকায় র‌েকারটি আসার পর সেটিও বিকল হয়ে পড়ে। এ কারণে দুপুর পর্যন্ত সড়কের ওপর থেকে ওই ট্রাকটি সরানো যায়নি।

বিকল হওয়া ট্রাকের চালক কাজী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘সড়কে খানাখন্দ ও গর্ত থাকায় ট্রাকের একটি যন্ত্রাংশ ভেঙে গেছে। আমরা সেটি মেরামতের চেষ্টা চালাচ্ছি। আট ঘণ্টা চেষ্টা করেও মেরামত করা যায়নি। আরও চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগবে। একটি র‌েকারের সহায়তা পেলে দ্রুত ট্রাকটি সরানো যেত।’

বিকল হওয়া ট্রাকটি সড়ক থেকে সরানোর জন্য একটি রেকার আনা হয়, সেটিও বিকল হয়ে পড়ে। সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার হুগলি এলাকায়
ছবি: প্রথম আলো

বেনাপোল থেকে ট্রাকে পেঁয়াজ নিয়ে চট্টগ্রাম যাচ্ছেন চালক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘সকাল ৯টা থেকে শরীয়তপুরের হুগলি এলাকায় আটকা পড়েছি। আট ঘণ্টা সময় পেরিয়ে গেল, এখনো রাস্তা ক্লিয়ার করার কোনো উদ্যোগ কেউ নেননি। এখানে সওজ বিভাগের কোনো কর্মীর দেখা নেই। শুধু পুলিশই একটু চেষ্টা করছে। এমন অভিভাবকহীন সড়ক আমি কোথাও দেখিনি।’

শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল বলেন, ‘সড়কের ওপর ট্রাক বিকল হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনটি উপজেলার সঙ্গে জেলা সদরের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মানুষ বিপাকে পড়ার কারণে আমরা একটি র‌েকার আনার ব্যবস্থা করেছিলাম। সেটাও বিকল হয়ে পড়েছে। এখন ট্রাকটি থেকে চালের বস্তা নামানো হয়েছে। বিকল্পভাবে ট্রাকটি সড়ক থেকে সরানোর ব্যবস্থা করা হবে।’

শরীয়তপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী মাহামুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সড়কের ওপর ট্রাক বিকল হয়ে পড়ার তথ্য আমরা দেরিতে পেয়েছি। ওই স্থানে আমাদের কর্মীদের পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।’