চুনারুঘাটে মানুষের ধাওয়া খেয়ে আহত মেছো বিড়াল উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাটে একটি মেছো বিড়ালকে আহত অবস্থায় উদ্ধার করেছেন ওয়াইল্ড লাইফ কর্মীরা। আজ শনিবার দুপুরে উপজেলার সাটিয়াজুড়ি এলাকা থেকে একে উদ্ধার করা হয়। মানুষের ধাওয়া খেয়ে আহত হওয়া এ মেছো বিড়ালটির চিকিৎসা চলছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাটিয়াজুড়ি গ্রামের লোকজন আজ দুপুরে একটি মেছো বিড়াল দেখতে পান। এ সময় গ্রামের কিছু মানুষ মেছো বিড়ালটিকে ধাওয়া করলে বিড়ালটি ভয়ে একটি গাছে উঠে আশ্রয় নেন। এ সময় লোকজন ঢিল মেরে মেছো বিড়ালকে আহত করতে থাকেন। খবর পেয়ে সাতছড়ি ওয়াইল্ড লাইফের সদস্যরা ঘটনাস্থলে যান এবং মেছো বিড়ালটিকে উদ্ধার করেন।
বন বিভাগের কালেঙ্গা রেঞ্জার মাসুদুল আলম বলেন, সাতছড়ি ওয়াইল্ড লাইফ সদস্যরা যথাসময়ে না পৌঁছালে এলাকাবাসী এ মেছো বিড়ালকে পিটিয়ে মেরে ফেলত। বন্য প্রাণী আইন-২০১২ অনুযায়ী এই প্রাণীটি সংরক্ষিত। এ ধরনের প্রাণী হত্যা বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।
সাতছড়ি জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘মেছো বিড়ালটি মানুষের ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হয়েছে। আমরা মেছো বিড়ালকে সাতছড়ি পশুপাখি রেসকিউ সেন্টারে রেখে পরিচর্যা করছি। বিড়ালটি সুস্থ হলেই সাতছড়িতে এটিকে অবমুক্ত করা হবে।’
বন কর্মকর্তা মামুনুর আরও বলেন, এ মেছো বিড়ালকে অনেক এলাকায় মেছোবাঘ নামে ডাকে। নামের সঙ্গে বাঘ যুক্ত থাকায় অনেকে একে ভয় পান। তবে এই প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। জলাভূমি আছে এমন এলাকায় বেশি দেখা যায়। প্রাণীটি মাছ, ব্যাং, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খায়। বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে এই প্রাণীর সংখ্যা কমছে।