ঈদের ছুটি শুরুর পর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ যানবাহন পার হলো যমুনা সেতু
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আজ শনিবারও যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। তবে যানজট নেই কোথাও।
গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকার।
আজ সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এবার ঈদের ছুটি শুরুর পর গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার ও সর্বোচ্চ টোল আদায় হলো।
আজ সকালে মহাসড়কে সরেজমিন দেখা যায়, স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করছে। কিন্তু কোথাও কোনো যানজট নেই। নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরে অনেক খুশি ঘরমুখী মানুষ। এলেঙ্গায় একটি সিএনজি স্টেশনে কথা হয় গাজীপুরের কোনাবাড়ীর একটি পোশাক কারখানার শ্রমিক শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, প্রতিবছর ঈদে বাড়ি ফিরতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু এবার সেই দুর্ভোগ নেই। গাজীপুরের চন্দ্রা থেকে একটি পিকআপ ভ্যানে মাত্র এক ঘণ্টায় এলেঙ্গায় চলে এসেছেন।
পিকআপ ভ্যানের আরোহী রাইছুল ইসলাম জানান, ঈদে বাড়ি ফিরতে অনেকবার যানজটে সাহ্রি, ইফতার রাস্তায় করতে হয়েছে। এবার নির্বিঘ্নে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাড়ি ফিরে ইফতার করতে পারবেন।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গত তিন থেকে চার দিন যে হারে যানবাহন এ সড়কে চলাচল করেছে, তাতে ধারণা করা হচ্ছে, অধিকাংশ মানুষ বাড়ি পৌঁছে গেছে। আজ বিকেল থেকে যানবাহনের চাপ কমতে পারে।
যমুনা সেতু টোলপ্লাজা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ৩০ হাজার ৩৯৮টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ১৭ হাজার ৯৩৭টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ আরও জানায়, আগের ২৪ ঘণ্টার (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২ টা) তুলনায় পরবর্তী ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ১৩ হাজার ১০৮টি যানবাহন বেশি পারাপার হয়েছে। এতে ৭৩ লাখ ১৫ হাজার ৪০০ টাকার টোল আদায় বেশি হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুপাশেই মোটরসাইকেলের জন্য দুটি আলাদা বুথ করা হয়েছে।