গ্রাহকদের বিলের ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে চট্টগ্রাম ওয়াসার দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর আজমির হোসেন ও মিঠুন ঘোষ। আজ সোমবার বিকেলে তাঁদের আটক করে চকবাজার থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি প্রথম আলোকে বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে থানায় সোপর্দ করেছে ওয়াসা কর্তৃপক্ষ। তদন্তে বিস্তারিত বের হবে। এখনো মামলা হয়নি।
ওয়াসার কর্মকর্তাদের অভিযোগ, দুই কর্মচারী আইসিটি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন। গ্রাহকের বকেয়া বিলের টাকা তাঁরা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। অথচ ব্যাংকে টাকা জমা হওয়ার তথ্য কম্পিউটারের সফটওয়্যারে এন্ট্রি দেওয়া হয়েছে।
ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের তথ্য জানা গেছে। তবে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে। আত্মসাতের পরিমাণ আরও বাড়তে পারে। এ ছাড়া মামলা প্রক্রিয়াধীন।