এইচএসসিতে চট্টগ্রামে জিপিএ-৫ পেলেন আরও ৬১ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ১ হাজার ৮৪৬ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ১০১ জন। জিপিএ-৫ পেয়েছেন আরও ৬১ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, এ বছর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণ করা হয়েছে ৬৮ হাজার ২৭১ উত্তরপত্র। যথাযথভাবে পুনর্নিরীক্ষণের পর ফলাফল প্রকাশিত হয়েছে।

এবার চট্টগ্রামে এইচএসসিতে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৪১৬। পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ শিক্ষার্থী। গত ১৫ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এরপর শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফলে দেখা যায়, নম্বর বেড়েছে, কিন্তু কৃতকার্য হতে পারেননি ৭১ শিক্ষার্থী। এ ছাড়া ১ হাজার ২০৮ শিক্ষার্থীর নম্বর বাড়লেও গ্রেড পয়েন্ট বাড়েনি। আর গ্রেড পয়েন্ট বেড়েছে ৫৫৭ জনের।

এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রথমে ১১ আগস্ট ও পরে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। পরে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন এবং যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে, সেগুলোর ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করা হয়। এরপর এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে।