মাগুরায় সাবেক দুই এমপির বাড়ি ও অনেক প্রতিষ্ঠানে হামলা

মাগুরা জেলার মানচিত্র

মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদে আনন্দমিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও জনতা। আজ সোমবার বেলা তিনটার রাস্তায় নেমে পড়েন তাঁরা। বাংলাদেশ সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে রাস্তায় রাস্তায় আনন্দ-উল্লাস করতে থাকে জনতা।

শহরের ভায়না মোড়, ঢাকা রোড, সৈয়দ আতর আলী, কলেজ রোড, কেশব মোড়, নতুন বাজার এলাকায় বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে সাধারণ শিক্ষার্থীসহ জনতার ঢল নামে শহরে। সবাই জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করতে থাকে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ সব বয়সী মানুষ বিজয় উল্লাস করতে থাকে।

পাশাপাশি গত ৪৮ ঘণ্টায় শহরে আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন নেতা-কর্মীর কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাবেক এমপি সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদারের বাসভবন, ঢাকা রোডের ঝন্টু হোটেল, ভায়না মোড়ে জামান অ্যান্ড দত্ত ফিলিং স্টেশন, লাবনী মোটরসসহ শহরের অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান।

স্থানীয় লোকজন বলেছেন, দুপুরের পর থেকেই দল বেঁধে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করতে দেখা যায়। এ সময় কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।