পাবনায় সড়কের পাশে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
পাবনার সাঁথিয়ায় সড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আতাইকুলা-ডেমরা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদুল মোল্লা সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি কাঠের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় লোকজন জানান, আজ সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন জাহিদুল। আর আজ সকালে তাঁর মরদেহ পাওয়ার খবর পেয়ে থানায় এসেছি। কি কারণে কারা আমার ভাইকে হত্যা করেছে, তা জানি না। তদন্ত করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম হাবিবুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কেউ তাঁকে হত্যার পর ফেলে রেখেছিল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।