চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজের ধাক্কায় ডুবেছে বালুবাহী নৌযান

নৌ দুর্ঘটনাপ্রতীকী ছবি

কনটেইনার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম বন্দর চ্যানেলে বালুবাহী একটি নৌযান (বাল্কহেড) ডুবে গেছে। গতকাল সোমবার রাত নয়টায় কর্ণফুলী নদীর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল থেকে গুপ্তবাঁকের মাঝামাঝি জায়গায় বন্দর চ্যানেলে এই দুর্ঘটনা ঘটেছে।

বন্দর সূত্র জানা গেছে, ডুবে যাওয়া নৌযানটির নাম এমভি অনিমা সায়মা-২। বন্দর জেটি ছেড়ে যাওয়া এমভি জিয়ানিনা-২ জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌযানটি ডুবে যায়। এ সময় নৌযানটির তিনজন শ্রমিককে বন্দরের একটি টাগবোটের সাহায্যে উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর আজ মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষ এক সার্কুলারে দুর্ঘটনাস্থল লাল বয়া দিয়ে চিহ্নিত করার কথা জানিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থলের আশপাশ দিয়ে যাওয়ার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হয়নি। আজ সময়সূচি অনুযায়ী বন্দর জেটিতে ১২টি জাহাজ আসা-যাওয়া করেছে।