ঘর থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, ভেতর থেকে ডিপ্লোমা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে রুবেল মিয়া (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলা সদরের পোস্টকামুরী (বংশাই রোড) এলাকায় চারতলা বাড়ির নিজঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রুবেল মিয়া ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, রুবেল মিয়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। প্রায় দেড় যুগ আগে তিনি বিয়ে করেন। কিছুদিন পর বিবাহবিচ্ছেদ হলে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারে এক ছেলে জন্মের কিছুদিন পর ওই স্ত্রীর সঙ্গেও তাঁর বিচ্ছেদ হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি অনেকটা ভারসাম্যও হারিয়ে ফেলেন। তিনি কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করেছেন। ৫-৬ বছর ধরে তিনি চাকরি বাদ দিয়ে বাসাতেই থাকতেন।

রুবেল মিয়া তাঁর বাবা, মা ও ছেলের সঙ্গে নিজেদের চারতলা বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া রয়েছে। তবে রুবেল যে কক্ষে থাকতেন, সেখানে পরিবারের সদস্যদের যেতে দিতেন না। গত বৃহস্পতিবার থেকে তাঁকে পরিবারের সদস্যরা রুম থেকে বের হতে দেখেননি। আজ বিকেলে তাঁর কক্ষ থেকে দুর্গন্ধ পান পরিবারের সদস্যরা। অনেক ডাকাডাকির পরও রুবেল ঘর থেকে বের না হওয়ায় তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে রুবেলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল মোল্লা ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।