নবাবগঞ্জ বিএনপির নিখোঁজ সভাপতির সন্ধান দাবিতে মানববন্ধন

বিএনপির নিখোঁজ নেতার সন্ধান দাবিতে মানববন্ধন। আজ বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের মূল ফটকের সামনেছবি: প্রথম আলো

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই ওরফে পান্নুর (৭২) সন্ধান দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি। মানববন্ধন শেষে দলের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নিখোঁজ বিএনপি নেতার স্বজনেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি নবাবগঞ্জের দেওতলার বাড়ি থেকে রাজশাহীর উদ্দেশে বের হন পান্নু। রাজশাহীতে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর একবার কথা হয়। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। এ ব্যাপারে ১০ জানুয়ারি নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছেলে সিহাব তমাল।

আজাদুল ইসলামের সন্ধান দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় পার হলেও নিখোঁজ একজন নেতার সন্ধান করতে পারেনি প্রশাসন। এটা সবার জন্য উদ্বেগের। প্রশাসন তৎপর হলে অবশ্যই তাঁর সন্ধান পাওয়া সম্ভব।

আজাদুল ইসলামের ছেলে সিহাব তমাল বলেন, বাবার সন্ধানে তাঁরা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তবে তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তিনি দ্রুত বাবাকে ফিরে পেতে চান।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম, আবদুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, তুষার আহমেদ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল নীরব।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্মারকলিপি দেওয়া হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে বিএনপির ওই নেতার অবস্থান জানতে পুলিশের একটি দল কাজ করছে।