মধুপুরে পিকআপভ্যানের চাপায় ইমাম ও মুয়াজ্জিন নিহত
টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌহালিপাড়া গ্রামের শহীদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)।
নিহত ওই দুজন যথাক্রমে মধুপুর উপজেলার কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তাঁরা বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন।
অরণখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সুলতান জানান, হাফেজ হাবিবুর রহমান ও হাসান সিরাজী ভোরে মসজিদে আজান দেওয়া ও ইমামতি করার জন্য মাদ্রাসা থেকে মোটরসাইকেলে মসজিদের দিকে যাচ্ছিলেন। ভোর সোয়া পাঁচটার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মুয়াজ্জিন ও ইমাম গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।