সাঁথিয়ায় আওয়ামী লীগ কার্যালয়, বেড়ায় ডেপুটি স্পিকারের বাসায় অগ্নিসংযোগ

পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগছবি: হাসান মাহমুদ

পাবনার বেড়া ও সাঁথিয়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য শামসুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এ ছাড়া দুই উপজেলার বেশ কিছু আওয়ামী লীগের নেতা-কর্মীর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর আজ (সোমবার ৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসেন। এরই এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বিকেল চারটার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লায় অবস্থিত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর বেড়ার বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে বিকেলে সাঁথিয়া পৌর এলাকায় অবস্থিত সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া এ উপজেলার বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।