বিজয়নগরে রাস্তা থেকে পিকআপ সরাতে বলায় ছুরিকাঘাত, যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছুরিকাঘাতে তৌফিক ভূঁইয়া (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। রাস্তা থেকে পিকআপ সরাতে বলায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই পিকআপের চালক তাঁকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত পিকআপচালকের নাম আলামিন শিপন। ঘটনার পরপরই ওই চালককে আটক করেছে পুলিশ।
নিহত তৌফিক ভূঁইয়া আদমপুর গ্রামের আরু ভূঁইয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে গ্যাস সিলিন্ডারের একটি দোকানের কর্মচারী ছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান রেখে দুই চালক স্থানীয় একটি দোকানে নাশতা করতে যান। এ সময় তৌফিক ওই অটোরিকশা ও পিকআপের চালকদের গাড়ি সরাতে বলেন। এ নিয়ে পিকআপের চালক আলামিন শিপনের সঙ্গে তৌফিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় তৌফিকের বুকে আলামিন ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল থেকে পিকআপের চালক আলামিন শিপনকে আটক করেছে পুলিশ। বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।