প্রিপেইড মিটার নিয়ে মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, হট্টগোলে সভা পণ্ড

রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিপেইড মিটার নিয়ে মতবিনিময় সভায় হট্টগোলের পর সভা পণ্ড হয়ে যায়। সোমবার দুপুর ১২টার দিকে
ছবি: প্রথম আলো

রংপুরে প্রিপেইড মিটার নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) মুজিব বর্ষের লোগো ব্যবহার নিয়ে তীব্র হট্টগোল হয়েছে। একপর্যায়ে মতবিনিময় সভা পণ্ড হয়। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে আন্দোলনকারী নাগরিকদের সঙ্গে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আজ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। সেখানে নাগরিকদের পক্ষে রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ, সদস্য খায়রুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, সভার শুরুতে প্রিপেইড মিটার স্থাপনের উপযোগিতা বোঝাতে প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বিভাগ-১-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীন। এ সময় নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ বলেন, পাওয়ার পয়েন্টে মুজিব বর্ষের লোগো দেখা গেলে মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্যরা প্রতিবাদ করেন। একপর্যায়ে তীব্র হট্টগোল শুরু হলে প্রেজেন্টেশন উপস্থাপনকারী ওই কর্মকর্তা তোপের মুখে পড়ে চলে যান। পরে জেলা প্রশাসক সভা স্থগিত করেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তবে নেসকোর প্রধান প্রকৌশলী (রংপুর অঞ্চল) আশরাফুল ইসলাম মণ্ডল এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করে দুঃখ প্রকাশ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সাংবাদিকদের বলেন, ‘নেসকোর প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের অভিযোগের বিষয়ে সভায় আয়োজন করা হয়েছিল। কিন্তু নেসকোর উপস্থাপনায় হঠাৎ করে মুজিব বর্ষের লোগো আসে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। আমরা একযোগে সবাই প্রতিবাদ জানিয়েছি। সভাটিকে বিতর্কিত করতে ইচ্ছাকৃতভাবে এটি করা হতে পারে।’

জেলা প্রশাসক জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। এ ছাড়া নেসকোর প্রিপেইড মিটার স্থাপন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।