‘ধর্মীয় আচারে কেউ বাধা দিলে কঠোর হস্তে দমন করা হবে’

নেত্রকোনায় জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে হিন্দুধর্মাবলম্বী নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদি হোসাইনছবি: সংগৃহীত

‘আমাদের এই দেশ অসাম্প্রদায়িক। এখানে সকল ধর্মের মানুষেরই শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। প্রত্যেক মানুষই তার নিজ নিজ ধর্ম ও আচার–অনুষ্ঠান পালন করবে, এটাই স্বাভাবিক। মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ আত্মবলিদান করেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। এই দেশ গড়ার লক্ষ্যে সকল সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে। ধর্মীয় আচারে কেউ বাধা দিলে সেনাবাহিনী তা কঠোর হস্তে দমন করবে।’

আজ সোমবার বিকেলে নেত্রকোনায় জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদি হোসাইন কবির এসব কথা বলেন।

শহরের আখড়ার মোড় এলাকায় নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে সেনাবাহিনীর নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন ও হিন্দুধর্মীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা হয়। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদি হোসাইন কবির আরও বলেন, ‘আমরা সব সময়ই বাংলাদেশের বিজয় দেখতে চাই। সব ধর্ম-বর্ণের মানুষ নিয়ে শান্তিতে দেশে বসবাস করতে চাই। শান্তি, সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ—এসব মানবিক আচরণই ধর্মীয় মূল্যবোধ। সব ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। ধর্মীয় পথ অনুসরণ করে চললে সমাজের কোনো বিশৃঙ্খলা বা বৈষম্য থাকবে না।’

অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি সুব্রত সাহা রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল নূর-ই আহমেদ আল-শাফী, মেজর জিসানুল হায়দার, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার দাস, বর্তমান সভাপতি জ্ঞানেশ রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য, পুলক চৌধুরী প্রমুখ।

লিটন পণ্ডিত জানান, সেনাবাহিনীর সহযোগিতায় উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে তাঁরা ধর্মীয় সব কার্যক্রম পরিচালনা করতে পারছেন। কোনো রকম সমস্যার সম্মুখীন হননি। দেশের ১১টি জেলার বন্যাকবলিতদের সহযোগিতার জন্য উৎসবে রাখা কর্মসূচির প্রতিটি আঙ্গিকেই খরচ কমানো হয়েছে। বাঁচানো অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রদান করা হবে।