মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় নারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়ার মহিরা নুরিয়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী বাসটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত নারীর পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।