দুই পক্ষের কোন্দলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন উপজেলায় আয়োজনের সিদ্ধান্ত

বিএনপি

দলের দুই পক্ষের নেতা–কর্মীদের বিরোধের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান জেলা শহর থেকে পরিবর্তন করে আশুগঞ্জ উপজেলায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজের মাঠে আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি দুই দফায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এক পক্ষের বিরোধিতার জেরে দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি। ১ ফেব্রুয়ারি সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এর এক পক্ষে নেতৃত্বে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক। তাঁরা দুজনই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। অন্যদিকে আহ্বায়ক আবদুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলাম ও সদস্য কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে আরেক পক্ষ সক্রিয়। প্রায় দুই বছর ধরে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছে দুই পক্ষ।

আরও পড়ুন

হাফিজুর ও জহিরুলের পক্ষের নেতা-কর্মীদের অভিযোগ, জেলার ১৪টি ইউনিটের ত্যাগী, আন্দোলন-সংগ্রামে কারাভোগ করা নেতা-কর্মীদের বাদ দিয়ে ও স্বচ্ছ ভোটার তালিকা না করে অপর পক্ষ সম্মেলনের প্রস্তুতি নেয়। এ জন্য ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সম্মেলন বাতিলের দাবিতে গত ২৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বিক্ষোভ মিছিল, মশাল, ঝাড়ু ও জুতামিছিল করেছেন তাঁরা।

বিএনপির চারজন নেতা প্রথম আলোকে বলেন, সম্মেলন নিয়ে দুই পক্ষের কর্মসূচির জেরে ২৮ জানুয়ারি রাতে ভার্চ্যুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের সভা হয়। সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ ফেব্রুয়ারি সম্মেলন সফল করার নির্দেশ দিলে তাঁরা সম্মত হন।

আরও পড়ুন

বিএনপির দুই পক্ষের নেতা কর্মীরা বলেন, হাফিজুর ও জহিরুল হকের পক্ষের নেতা–কর্মীরা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে সম্মেলন আয়োজনের দাবি জানান। অপর দিকে কবির আহমেদের অনুসারীরা আগের স্থান শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে সম্মেলন আয়োজনের দাবিতে অনড় থাকেন। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজের মাঠে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেন। এতে কবির আহমেদের অনুসারীরা খুশি হলেও হাফিজুর ও জহিরুলের পক্ষের নেতা–কর্মীরা নাখোশ।

জহিরুল হক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চ্যুয়াল সভায় তিনি প্রশ্নবিদ্ধ ভোটার তালিকা দিয়ে দ্বিতীয় অধিবেশন না করার দাবি জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর তাঁদের আস্থা আছে। তিনি দ্বিতীয় অধিবেশনের বিষয়টি বিবেচনায় রাখবেন বলে জানিয়েছেন।

জেলা বিএনপির সদস্যসচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষ সম্মেলন দুটি স্থানে করার প্রস্তাব দিয়েছিল। তাই কেন্দ্রীয় বিএনপি তৃতীয় স্থানে সম্মেলন করার সিদ্ধান্ত দিয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে বেলা সাড়ে তিনটায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন