কয়রায় উৎসবে দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন তরুণদের
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। পরে গণ-অভ্যুত্থান সবই যেন এক রূপকথা আর রূপান্তরের বাংলাদেশ। আন্দোলনে অংশ নেওয়া থেকে শুরু করে আন্দোলন-পরবর্তী অনেক দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তরুণ-তরুণীরা। সেই সব তরুণের অংশগ্রহণে মঙ্গলবার খুলনার কয়রা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তারুণ্যের উৎসব’২০২৫। এতে অংশ নিয়ে তরুণ-তরুণীরা নতুন বাংলাদেশ নিয়ে বলেছেন তাঁদের স্বপ্নের কথা।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে সকালে কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়রা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, তরুণ শিক্ষার্থীদের হইহুল্লোড়ে পুরো পরিষদ চত্বরে উৎসবের আমেজ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১০টি দলে ভাগ করা হয়েছে সেখানে। তরুণ শিক্ষার্থীরা নিজ নিজ দলের হয়ে নতুন বাংলাদেশ নিয়ে তাঁদের স্বপ্নের কথাগুলো লিখছেন কাগজে। প্রতিটি কাগজের ওপরে বড় করে লেখা, ‘আগামীর বাংলাদেশ আমরা যেমন দেখতে চাই’।’
কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় থেকে অনুষ্ঠানে এসেছিলেন আছিয়া সুলতানা। সে বলে, ‘খুব ভালো লাগছে। আমাদের স্বপ্নের কথাগুলো বলতে পারছি। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে কোনো হিংস্রতা নেই, দুর্নীতি নেই, চাঁদাবাজি, ডাকাতি, ধর্মীয় উপাসনালয়ে হামলা নেই। আমরা রক্ত দিয়ে এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমরা দেশের মানুষকে বোঝাতে চাই যে শিক্ষার্থীরা দেশকে পাল্টাতে পারবে।’
কয়রার কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী বায়জিদ হোসেন বলেন, ‘আমরা দেখেছি গণতন্ত্রের মোড়কে কীভাবে স্বৈরতন্ত্র টিকে থাকে। একেকজন রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, বিদেশে অর্থ পাচার করেছেন। তাঁদের হাতেই যেন গোটা দেশটা জিম্মি ছিল। এ ঘটনার আর কোনো পুনরাবৃত্তি চাই না। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলদাসত্বমুক্ত একটি দেশ চাই। যেখানে রাজনৈতিক বিবেচনায় নয়; বরং যোগ্যতা থাকলে যেন বিরোধী মত, আদর্শের লোকও তার প্রাপ্য বুঝে পায়।’
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, ‘আজ তরুণ-তরুণীদের অংশগ্রহণে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে কর্মশালা করেছি। অংশ নেওয়া সব তরুণের মধ্যে একটি কমন চাওয়া হচ্ছে দুর্নীতিমুক্ত দেশ চায় তারা। এ দেশ পরিবর্তন করতে হলে মানুষের চিন্তাধারার পরিবর্তনটা আগে দরকার। সুন্দর একটি দেশের দৃষ্টান্ত তৈরি করার জন্য ছোট ছোট জায়গায়ও কাজ করে যেতে হবে। তাহলে যেমন বাংলাদেশ আমরা গড়তে চাই, তার কিছুটা হলেও সম্ভব হবে।’
অনুষ্ঠানে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি ও আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্ত সোনার বাংলা গড়তে দৃঢ় শপথসহ তরুণদের সুশিক্ষা অর্জন করে দেশ গড়তে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।