ঠাকুরগাঁওয়ে বাস ও ট্যাংক–লরির সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাংক–লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ট্যাংক–লরির চালক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাট এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন (৩৫) ও বাসের যাত্রী ঠাকুরগাঁও সদর উপজেলা চামেশ্বরী এলাকার বাসিন্দা সানাউল্লাহ (৩০)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। আর ঠাকুরগাঁও থেকে তেলবাহী ট্যাংক–লরি দিনাজপুরের দিকে যাচ্ছিল। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় সকাল পৌনে সাতটার দিকে বাস ও ট্যাংক–লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্যাংক–লরি ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ট্যাংক–লরির চালক শাহাদাত হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের যাত্রী সানাউল্লাহ মারা যান।

ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার পর ১২ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তাঁদের মধ্যে একজন আগেই মারা যান। আর একজন চিকিসাধীন অবস্থায় মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।