সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহের ২ মামলা খারিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানফাইল ছবি

সিলেটে ১০ বছর আগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া দুটি মামলা খারিজ করেছেন আদালত। আজ রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের বিচারক ছগির আহমেদ মামলা দুটি খারিজ করেন।

২০১৪ সালের ২২ ডিসেম্বর মামলা দুটি করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন বলেন, মিথ্যা মামলা হওয়ায় আদালত স্বতঃস্ফূর্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলা দুটি খারিজ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যে বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে সিলেট আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলার বাদী সিলেট জেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম মোল্লা।

দুই মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন।

আদালত মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে পরবর্তী সময়ে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরই ভিত্তিতে একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৮ এপ্রিল মামলার কার্যক্রমের জন্য বাদীপক্ষকে নির্দেশ দেন আদালত। এর পর থেকে মামলার বাদী আদালতে হাজির হননি। এরই পরিপ্রেক্ষিতে মামলা দুটি খারিজ করে দিয়েছেন আদালত।

এদিকে গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অন্তরালে আছেন। দলের নেতা-কর্মীদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও হয়েছে। এর মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম চৌধুরীর নামেও বিভিন্ন থানায় মামলা হয়েছে।