ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছর কারাদণ্ড
ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমানকে (৪২) অস্ত্র মামলায় ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১–এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম গত ১৮ মার্চ ওই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হাদিসুর রহমান পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সরকারি কৌঁসুলি (পিপি) মাহেব হোসেন।
হাদিসুর রহমান পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। ২০২০ সালে ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন ফ্ল্যাট থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলিসহ তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার সংক্ষিপ্ত নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাত দেড়টায় হাদিসুর রহমানের ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাঁকে আটক করে পুলিশ। এ ঘটনায় ১৬ জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অস্ত্র আইনে হাদিসুর রহমানকে আসামি করে একটি মামলা করেন। ওই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালতে আটজন সাক্ষ্য দিয়েছেন।
পিপি মাহেব হোসেন বলেন, আদালত সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিকে সাজা দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করেছেন।
আসামি পক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দীন বলেন, ‘আসামির অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়েছে। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’