মারমাদের মাহা সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব ‘মাহা সাংগ্রাই’ উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা হয়েছে। আজ রোববার সকালে এই শোভাযাত্রার আয়োজন করে ‘বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ’।
সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। শোভাযাত্রাটি চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, মহিলা কলেজ ঘুরে আপার পেরাছড়া মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন মারমা সম্প্রদায়ের নারী-পুরুষেরা। ঢাকঢোল, বাদ্যের তালে নেচে–গেয়ে শোভাযাত্রায় আনন্দে মেতে ওঠেন তাঁরা। শোভাযাত্রা শেষে পেরাছড়া মাঠে ১২০ জন প্রবীণ ব্যক্তিকে ‘মৈত্রী স্নান’ করানো হয়। স্নান শেষে তাঁদের বস্ত্রদান করা হয়েছে। মৈত্রী স্নান উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। মাঠে এ ছাড়া অস্থায়ী মারমা মিউজিয়াম স্থাপন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখার উদ্দিন।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি ম্রাসাথোয়াই মারমা বলেন, ‘মারমা জাতিগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় এই আয়োজন। আগামী প্রজন্মের কাছে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে, যাতে তা হারিয়ে না যায়।’