নীলফামারীতে সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মুখে খুশির ঝিলিক
শরতের রোদমাখা সকালে শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় চত্বর। সেখানে আয়োজন করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থাকছে নানা আয়োজন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আয়োজন। এর আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করে কৃতী শিক্ষার্থীরা। সংবর্ধনার নিবন্ধনের কার্ড নিয়ে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা মূল প্যান্ডেলের পাশের স্টল থেকে ক্রেস্ট আর স্ন্যাকস সংগ্রহ করে। অনেক দিন পর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। এ সময় সবার মুখে ছিল খুশির ঝিলিক।
সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। নীলফামারীর উৎসবে অংশ নিতে বিভিন্ন উপজেলার জিপিএ-৫ পাওয়া ৬৮৬ শিক্ষার্থী নিবন্ধন করেছে।
নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ভূমিকা রানী রায়। বাবা নিমাই রায়ের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে সে। সে বলে, ‘আমি প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় অনলাইনে নিবন্ধন করেছি। এ রকম সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। আমি খুবই আনন্দিত।’
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাদমান সাকিব। সংবর্ধনা নিতে এসে সাকিব বলে, ‘প্রথম আলোর কোনো অনুষ্ঠানে আসা এটাই আমার প্রথম। এত বড় আয়োজন দেখে অনেক ভালো লাগছে।’
ডোমার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার জিপিএ-৫ পেয়েছে সুমাইয়া নূর। সে এসেছে তার বান্ধবীদের সঙ্গে। সুমাইয়া বলে, ‘বান্ধবীরা একসঙ্গে ট্রেনে চেপে এসেছি। স্টেশনে নেমে প্রথমে ভুল রাস্তায় গেছি। অনেক ঘোরাঘুরির পর অনুষ্ঠানস্থলে এসে খুবই আনন্দ হচ্ছে। এর আগের সব ভোগান্তি ভুলে গেছি।’
দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, অনলাইনে সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস। উৎসবের দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হবেন নীলফামারীর গুণী শিক্ষক ও প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মীরা।