নোয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কৃষক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. নজরুল ইসলাম (২৭) পশ্চিম চরবাটা গ্রামের খুরশিদ মাঝি বাড়ির বাসিন্দা। আহত মো. হারুন (৩৫) ও মো. মাসুদ (২৮) একই গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে পশ্চিম চরবাটা গ্রামের একটি জমিতে তিন কৃষক আমন ধানের চারা রোপণ করছিলেন। ওই সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে তিন কৃষক গুরুতর আহত হন। এর মধ্যে মো. নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাস প্রথম আলোকে বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নোয়াখালী সদরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কৃষকের লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।