ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ প্রাণ গেল তিনজনের

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় প্রাইভেট কারটি ট্রাককে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মা, তাঁর শিশুসন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের জুয়েল শেখের স্ত্রী লাবণী বেগম (৩৮), তাঁর মেয়ে জয়নব আক্তার (২) ও একই এলাকার টিটুল শেখের মেয়ে সুরাইয়া আক্তার (১৭)। আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে ভাঙ্গার দিকে চিনিবোঝাই ট্রাক যাচ্ছিল। এ সময় সড়কে তীব্র কুয়াশা ছিল। এ কারণে সামনে স্বল্প দূরত্বেও স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না। চিনিবোঝাই ট্রাকটির পেছনে ছিল ভাঙ্গাগামী একটি প্রাইভেট কার। ওই গাড়িতে চালকসহ ছয়জন আরোহী ছিলেন। এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে প্রাইভেট কারটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তিনি বলেন, নিহত লাবণী বেগমের লাশ হাইওয়ে থানায় এবং অন্য দুজনের লাশ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।