নদীতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, জাল ফেলে লাশ উদ্ধার
খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা ও পিয়াসি চাকমা নামের দুই কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই কিশোরীরই বাড়ি নলছড়া এলাকা। পিয়াসি ওই এলাকার বিদেশি চাকমা এবং রিয়া রূপায়ণ চাকমার মেয়ে। দুজনের মৃত্যুর বিষয়টি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, দুই কিশোরী আরও তিনজনের সঙ্গে নদীতে শামুক খুঁজতে গিয়েছিল। এর একপর্যায়ে রিয়া চাকমা নদীতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে নদীর পানিতে ডুবে যায় পিয়াসি চাকমাও। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। একপর্যায়ে নদীতে জাল ফেলে দুজনের লাশ উদ্ধার করা হয়।
ভাইবোন ছড়া এলাকার বাসিন্দা এবং ভাইবোন ছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা বলেন, ‘পিয়াসি চাকমা আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। নিহত রিয়া সম্পর্কে পিয়াসি চাকমার ফুফু। বিজু শুরুর আগমুহূর্তে দুজনের এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের।’