নৌকার প্রার্থীকে হারিয়ে দিলেন ‘বিদ্রোহী’ প্রার্থী

শেখ মোহাম্মদ নুরুন্নবী
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী। গতকাল বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে শেখ মোহাম্মদ নুরুন্নবীকে নির্বাচিত ঘোষণা করেন।

নুরুন্নবী জগ প্রতীক নিয়ে ৭ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ফারীন হোসেন ৪ হাজার ৭২৩ ভোট পেয়েছেন। নুরুন্নবী দীর্ঘদিন আগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে এরপর তিনি দলীয় কোনো পদে না থাকলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

গতকাল সকাল থেকে ইভিএমে ওই পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে। এরপর রাত সাড়ে আটটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা কামরুন্নাহার শেফা।

এ সময় তিনি বলেন, সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও ন্যূনতম সমস্যা বা বিশৃঙ্খলা হয়নি। ভোটাররা শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

পরে শেখ মোহাম্মদ নুরুন্নবীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ডে নুরে আলম সিদ্দিকী, ২ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে এস এম কানন, ৪ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম, ৫ নম্বর ওয়ার্ডে মহসিন আলী, ৬ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ, ৭ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে মো. ওয়াসিম মণ্ডল ও ৯ নম্বর ওয়ার্ডে আবদুল মান্নানকে কাউন্সিল পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে শাহিনা আক্তার; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে রুনা লায়লা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রেণু আক্তার নির্বাচিত হয়েছেন।

ফলাফল সূত্রে জানা গেছে, পৌরসভার মোট ভোটার ৩২ হাজার ২১৮ জন। গতকাল ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এসব কেন্দ্রে ১৮ হাজার ৭৬৮ জন ভোটার ভোট দেন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫৬।