‘মেয়েদের পিরিয়ড-বিষয়ক সব তথ্য জানতে হবে’

ব্রাহ্মণবাড়িয়ায় ‌কিশোর আলো ও ফ্রেশের আয়োজন আগামীর অনন্যা অনুষ্ঠান। মঙ্গলবার জেলার নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

‘পিরিয়ড চলাকালে সচেতনতার অভাবে আমাদের দেশের নারীরা জরায়ু ক্যানসারসহ বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন। গ্রামাঞ্চলে কিশোরী ও নারীরা পিরিয়ডকালীন সময়ে নোংরা কাপড় ব্যবহার করে থাকেন। পরিষ্কার কাপড় ও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করলে নানা সমস্যা হতে পারে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। মেয়েদের পিরিয়ড-বিষয়ক সব তথ্য জানতে হবে। তাহলেই মেয়েদের পথচলা সহজ হবে।’

কিশোর আলো ও ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ‘আগামীর অনন্যা’ অনুষ্ঠানে স্বাস্থ্যবিশেষজ্ঞরা এ কথা বলেছেন। ‘আমি কিশোরী, চলো ইচ্ছে ডানায় উড়ি’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ দুটি প্রতিষ্ঠানের ছয় শতাধিক কিশোরী শিক্ষার্থী অংশ নেয়।

দুটি অনুষ্ঠানের শুরুতেই চিকিৎসক পাপিয়া আফরোজ সৌমিক উপস্থিত কিশোরীদের পিরিয়ড-বিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। এরপর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে উপস্থিত কিশোরীদের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, একটি করে বলপেন এবং প্রথম আলোর পক্ষ থেকে একটি করে কিশোর আলো ম্যাগাজিন সৌজন্য উপহার হিসেবে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর আলো ও ফ্রেশের আগামীর অনন্যা অনুষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো

দুটি প্রতিষ্ঠানেই কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হককে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের গল্প আর কৌতুকে মাতিয়ে রাখেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ পাঠ করান আনিসুল হক।

শিক্ষার্থীদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে দেশটা পেয়েছি আমরা। প্রতিটি শিক্ষার্থীকে নিজেদের আলোকিত করে দেশটাকে আলোকিত করতে হবে। আমাদের মুখ থাকতে হবে আলোর দিকে, সূর্যের দিকে। সব সময় মানুষকে সহযোগিতার বেলায় নিজেকে এগিয়ে রাখতে হবে। তোমাদের যোগ্য হতে হবে। নিজের মূল্য বুঝতে হবে। পড়াশোনা করতে হবে। শিক্ষার্থীদের প্রচুর বই পড়তে হবে। সব স্বপ্ন বইয়ে পাওয়া যায়।’

কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হককে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে
ছবি: প্রথম আলো

সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান বলেন, ‘মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় আগামীর অনন্যা নামের এই অনুষ্ঠানটি অসাধারণ একটি উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সুরক্ষার দিকেও খেয়াল রাখতে হবে। আনিসুল হক স্যার বিদ্যালয়ে এসেছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়।’

নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম ‘আগামীর অনন্যা’ অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, ‘প্রথম আলোর সঙ্গে শুরু থেকেই আছি। প্রথম আলোর ৬০ পৃষ্ঠার প্রথম সংখ্যা এখনো ট্রাংকে সংরক্ষণে আছে। প্রথম আলো, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা নিয়মিত পড়ি। পূর্ণাঙ্গ মানুষ হতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত থাকতে হবে।’

আগামীর অনন্যা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে
ছবি: প্রথম আলো

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড এক্সিকিউটিভ যোশুয়া কুইয়া বলেন, ‘নারীদের কথা ও স্বাস্থ্যের কথা ভেবেই এই অনুষ্ঠান। পিরিয়ড আমাদের কাছে এখন স্বাভাবিক আলোচনা না, কিন্তু এটিকে স্বাভাবিক করা উচিত।’ তিনি বলেন, ‘গ্রামাঞ্চলের বেশির ভাগ নারী মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় বা তুলা ব্যবহার করেন। বাংলাদেশের ২৯ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন এবং প্রায় ৭১ শতাংশ নারী তাঁদের মাসিক চলাকালে কোনো ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ জন্য এমজিআই ২০২৩ সালের মার্চে নারীদের মাসিকের সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বাজারে নিয়ে এসেছে। তোমরা অনন্যা স্যানিটারি ন্যাপকিনকে নিজেদের পণ্য মনে করবে। নিজেদের পণ্য নিজেরাই ব্যবহার করবে। অনন্যা স্যানিটারি ন্যাপকিন খুবই ভালো মানের পণ্য। আমরা অনেক কম দামে সর্বোচ্চ মানের পণ্য দিচ্ছি।’

অনুষ্ঠান শেষে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ‘সুরক্ষা বক্স’ স্থাপন করা হয়। এসব বক্স থেকে বিদ্যালয়গুলোর কিশোরী শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন কিনতে পারবে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় দুটি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন সেলস বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন রওনক, সার্কুলেশনের ব্যবস্থাপক রাসেল রানা, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ ও শাহীম মৃধা প্রমুখ। আয়োজনে সহযোগিতা করের প্রথম আলো বন্ধুসভা ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা।