শিবপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দী লাশ পড়ে ছিল ভুট্টাখেতে

হত্যা
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে দুই দিন ধরে নিখোঁজ এক যুবকের (৩৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. সাইফুল ইসলাম। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল বাজার এলাকায়। নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন সাইফুল।

ধারণা করা হচ্ছে, গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময়ে সাইফুলকে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে হত্যাকারীরা বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ ওই ভুট্টাখেতে রেখে পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ বেলা ১১টার দিকে উত্তর সাধারচর গ্রামের মিতু ভূঁইয়ার ভুট্টাখেতে বস্তাবন্দী একটি লাশ পড়ে থাকতে দেখেন কয়েকজন। বিষয়টি তাঁরা স্থানীয় ইউপি সদস্য মো. সারোয়ারকে জানালে তিনি শিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ বলছে, নিহত ওই যুবকের মানিব্যাগে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) একটি ফটোকপি পাওয়া যায়। এনআইডির সূত্রেই তাঁর নাম-পরিচয় শনাক্ত করা হয়। পরে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, দুই দিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হন সাইফুল। গতকাল তাঁর পরিবার মনোহরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।

পুলিশ আরও জানায়, নিহত সাইফুলের কাছে ওই এলাকার অনেকে টাকা পেতেন। টাকা ফেরত পেতে বিভিন্ন সময় তাঁকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে ওই সব হুমকির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।