আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ইসকনকে নিষিদ্ধের দাবি

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মশাল মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার সন্ধ্যাংছবি: প্রথম আলো

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার এসব কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালতের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে বলে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পোস্টে জানানো হয়।

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি আজ সকালে সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে ঘুরে এসে বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করে। এ সময় বক্তারা উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে ইসকনকে নিষিদ্ধ করার পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

আরও পড়ুন

ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সরকারি কৌঁসুলি (জিপি) সৈয়দ হোসেন, জেলা জামায়েতের আমির হাফিজুর রহমান প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বরিশালে সরকারি বিএম কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। আজ বুধবার বরিশাল নগরের সদর রোডে
ছবি: প্রথম আলো

আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে রাজবাড়ী‌তে মানববন্ধন ও বিক্ষোভ ক‌রে‌ছে বাংলা‌দেশ খেলাফত যুব মজ‌লিস। সংগঠনের রাজবাড়ী জেলা শাখার আ‌য়োজ‌নে বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকা‌রি উচ্চবিদ‌্যাল‌য়ের সাম‌নে মানববন্ধন পালন করা হয়।

জাতীয় সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যা ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবির। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ছাত্রশিবিরি ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে তলাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান। পরে স্থানীয় শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে অবস্থান নেন।

আরও পড়ুন

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা ইসকন নিষিদ্ধের দাবি জানান। সেখানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মুখলেসুর রাহমান ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা।

মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ। বক্তব্য দেন জেলা জজ আদালতের পিপি আবু সালেহ মো. নাসিম, আইনজীবী কামরুল হাসান, মোখলেছুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এ এস এম সাইদুর রাজ্জাক প্রমুখ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল
ছবি: প্রথম আলো

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে সিলেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ছাত্রশিবিরের উদ্যোগে পৃথক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে সিলেট আদালতপাড়ায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশিক উদ্দিনের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জিপি শামীম আহমদ সিদ্দিকী, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি শাহ আশরাফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আহমদ পাটোয়ারী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাঈদ আহমদ, সাইবার ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ এজাজ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। বিক্ষোভ মিছিলটি সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে শুরু হয়ে সিলেট নগরের চৌহাট্টা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ ও গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার রাত ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আদালতে আইনজীবী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবি জানান।

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদসভা। গতকাল বিকেলে হবিগঞ্জ শহরের সাইফুর রহমান মিলনায়তনের সামনে
ছবি: প্রথম আলো

হবিগঞ্জে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। সভায় বক্তারা অবিলম্বে দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুর ইসলাম, আশরাফুল ইসলাম, মাহদী হাসান, রাসেল আহমেদ, আরিফ তালুকদার, আফজাল রেজা, সোহাগ মিয়া, নুরে আলম প্রমুখ।

রাজশাহীতে সকাল ১০টায় আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা। কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনজীবী সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী প্রমুখ।

রংপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বেলা আড়াইটার দিকে এ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি একরামুল হক, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও পিপি আফতাব উদ্দিন, আইনজীবী রেজেকা সুলতানা, কাওসার আলী, বায়জিদ ওসমানী, মাহমুদুল হক প্রমুখ।

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় বিকেলে ‘সর্বস্তরের শিক্ষার্থী ও জনসাধারণ’ ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি মহাসড়কের অন্তত দুই কিলোমিটার প্রদক্ষিণ করে। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে ধুনট রোড বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ
ছবি: প্রথম আলো

পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে পঞ্চগড় আদালত চত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিনুল করিম দুলাল বক্তব্য দেন। এ সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে ‘সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে ও নাগেশ্বরী উপজেলার কলেজ মোড়ে ‘সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

নওগাঁয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বেলা দুইটায় নওগাঁ আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁর সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ জেড এম রফিকুল ইসলাম, জিপি সারোয়ার জাহান, নওগাঁ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সহসভাপতি রেজাউল বাশার, আইনজীবী জোবায়ের হোসেন, মোকসেদ আলী মণ্ডল, শাহ আলম প্রমুখ।

নাটোরে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে বেলা একটায় মানববন্ধন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মানববন্ধনে বিএনপিপন্থী আইনজীবীরা ছাড়াও সাধারণ আইনজীবীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে ফোরামের সভাপতি আলী আজগর খান, আরিফ হোসেন, সাহেদ মাহমুদ, রোকনুজ্জামান বক্তব্য দেন। এ ছাড়া বিকেল চারটায় জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় নিহত আইনজীবীর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আইনজীবীরা এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ক্রিয়াশীল ছাত্রসংগঠন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে একটি মিছিল বের করেন নেতা-কর্মীরা। ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাঁরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে আজ বেলা সোয়া ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মূল ফটকের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ, ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রেজা শরীফ, সমাজবিজ্ঞান বিভাগের হাসান মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন

সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার আলিফ, ছাত্র ইউনিয়নের একাংশের আহ্বায়ক জান্নাতুল নাঈম, ছাত্র যুব আন্দোলনের সভাপতি তারেক হোসেন ও ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য সজীব আলী সমাবেশটি সঞ্চালনা করেন।

সাইফুল হত্যার প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল শুরু করেন তাঁরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল
ছবি: প্রথম আলো

বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর ব্যানারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘আধিপত্যবাদ বিরোধী মঞ্চের’ ব্যানারে গায়েবানা জানাজার আয়োজন করেন শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্যসচিব আবু আল ইউসুফসহ আইনজীবীরা বক্তব্য দেন। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া প্রমুখ।

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ দুপুরে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জেলা ও দায়রা জজ আদালত চত্বর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর হয়ে পুনরায় আইনজীবী সমিতি ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ঢালীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. তোতা মিয়া, সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান প্রমুখ।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিসংবাদদাতারা]