ডিবির সদস্যদের নিয়ে ৬ দিন পর এনায়েতপুর থানার কার্যক্রম শুরু

পুড়ে যাওয়া এনায়েতপুর থানা পরিষ্কারের কাজ করছে এলাকাবাসীছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের বিধ্বস্ত এনায়েতপুর থানার কার্যক্রম টানা ছয় দিন বন্ধ থাকার পর আবার শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক সোয়াইব রিয়াজ আলম নতুন করে এই থানার কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।

এই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পরিদর্শক হাসিবুল্লা হাসিবকে দায়িত্ব দিয়ে বিধ্বস্ত এনায়েতপুর থানা সচল করা হয়েছে। তাঁকে সহায়তার জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ১০ সদস্যকে এখানে সাময়িকভাবে যুক্ত করা হয়েছে।

ওসি হাসিবুল্লা হাসিব প্রথম আলোকে বলেন, ‘আমরা থানার সেবা কার্যক্রম সহজভাবে পরিচালনার জন্য এলাকার জনগণের সহযোগিতা কামনা করছি। জনগণের জানমালের নিরাপত্তাসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আমরা জনগণের সঙ্গে এক হয়ে কাজ করতে চাই।’

৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার ওসি আবদুর রাজ্জাকসহ ১৫ পুলিশ নিহত হন। থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই থেকে থানায় কার্যক্রম বন্ধ ছিল।

এর আগে, থানা পরিস্কারের কাজে হাত দেয় এলাকার সাধারণ শিক্ষার্থীরা। এনায়েতপুর ও তার আশেপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই কার্যক্রমে অংশ নেয় ।