গাজীপুরের ৬৮ গির্জায় নানা আয়োজনে বড়দিন উদ্যাপন
গাজীপুরের ৬৮টি গির্জায় প্রার্থনা-সংগীত, সমবেত প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদ্যাপিত হয়েছে। গাজীপুরে কালীগঞ্জের খ্রিষ্টান পল্লী খ্যাত নাগরী এলাকায় সেন্ট নিকোলাস গির্জায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে আজ বুধবার সকালে শুরু হয় যিশুখ্রিষ্টের জন্মদিনের উৎসব। সেখানে সব শ্রেণি–পেশার যিশুভক্তরা ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময় করেন। গির্জায় আয়োজন করা হয় প্রার্থনা সভা।
এর আগে সকালে গির্জায় ঘণ্টাধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব শুরু হয়। এ সময় বর্ণিল সুরের মূর্ছনায় যিশুর স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়।
একইভাবে পুবাইল থানাসংলগ্ন ভাদুনের নৈবাড়ি উত্তম মেষপালক গির্জায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে সকালে শুরু হয় যিশুখ্রিষ্টের জন্মোৎসব। এ গির্জায় আয়োজন করা হয় বৃহৎ প্রার্থনা সভার। বিপুলসংখ্যক যিশুভক্ত নারী-পুরুষ ও শিশু–কিশোর ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনযাপন এবং দেশবাসীর মঙ্গল কামনা করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গির্জার সহসভাপতি সুজয় পিউরিকেশন, সাধারণ সম্পাদক পবিত্র এফ কস্তা প্রমুখ। সেখানে সবার সঙ্গে একত্রে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান।
একই দিন গাজীপুর মহানগরের ৩৪টি এবং গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় আরও ৩৪টি গির্জায় একযোগে বড়দিনের বিভিন্ন আচার-অনুষ্ঠান উদ্যাপন করা হচ্ছে।