নওগাঁয় গ্রেপ্তার আতঙ্কে মাঠে নামতে পারেনি বিএনপি

নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের প্রধান ফটক সারা দিন ছিল তালাবদ্ধ। আজ বিকেলে
ছবি: প্রথম আলো

নওগাঁয় পুলিশের কঠোর অবস্থানের কারণে আজ বৃহস্পতিবার কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি জেলার বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গতকাল বুধবার পুলিশি হামলা ও নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এ কর্মসূচিকে ঘিরে আজ সকাল থেকে নওগাঁ শহরসহ জেলার ১১টি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আগামী শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করতে এখন নওগাঁর অধিকাংশ নেতা-কর্মী ঢাকায় অবস্থান করছেন। আমি নিজেও ঢাকায় অবস্থান করছি। তবে নওগাঁয় যেসব নেতা-কর্মী রয়েছেন, তাঁদের আমি কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের জন্য নির্দেশ দিয়েছিলাম। কেন কর্মসূচি পালন হলো না, তাঁরাই ভালো বলতে পারবেন।’

নেতা-কর্মীদের বড় অংশই আত্মগোপনে। গ্রেপ্তার আতঙ্কে কেউ মাঠে নামতে চাইছেন না।

দুপুরে শহরের কেডির মোড় এলাকায় গিয়ে দেখা যায়, বিএনপির দলীয় কার্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ। বাইরে সড়কে একটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। বেশ কিছু পুলিশ সদস্য কেডির মোড়সংলগ্ন নওগাঁ সরকারি কেডি উচ্চবিদ্যালয়ের গার্ডিয়ান শেডে বসে রয়েছেন।

আজ সকাল থেকেই নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কঠোর অবস্থান নেয় পুলিশ। বিকেলে নওগাঁ শহরের তাজের মোড় শহীদ মিনার এলাকায়
ছবি: প্রথম আলো

আশপাশের দোকানদারেরা জানান, আজকে সারা দিন বিএনপির কার্যালয়ের সামনে দলটির কোনো নেতা-কর্মীকে আসতে দেখা যায়নি। ২০ থেকে ২৫ দিন ধরে দলীয় কার্যালয়টি দিনের অধিকাংশ সময়ই তালাবদ্ধ থাকে। মাঝেমধ্যে সন্ধ্যার পর এক-আধা ঘণ্টা খোলা হয়। তবে রাজশাহীর সমাবেশের দুই থেকে তিন দিন আগ থেকে এখন পর্যন্ত বিএনপির দলীয় কার্যালয় খোলাই হয়নি। দিনের বেশির ভাগ সময় পুলিশের একটি গাড়ি কার্যালয়ের সামনে অবস্থান করে।

স্থানীয় নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ ডিসেম্বর রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশ ও ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ ঘিরে নওগাঁর ১১টি উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের নামে ১২টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত বিএনপির ২৩ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। নেতা-কর্মীদের বড় অংশই আত্মগোপনে। গ্রেপ্তার আতঙ্কে কেউ মাঠে নামতে চাইছেন না।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, দেশব্যাপী বর্তমানে বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নওগাঁর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও পুলিশি টহল বাড়ানো হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।