বাগেরহাটে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু

বাগেরহাটের চিতলমারী বাজারে আজ সোমবার একটি পাঁচতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। পরে উদ্ধারকাজ অংশ নেন ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরাছবি: প্রথম আলো

বাগেরহাটের চিতলমারীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে।

মাইশা টাওয়ার নামের পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নেন। আগুনে এক নারী মারা গেছেন। এ ছাড়া উদ্ধারকাজের সময় ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।

ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংক ও এজেন্ট ব্যাংকিংয়ের শাখা এবং বিভিন্ন কোম্পানির শোরুম আছে। এ ছাড়া ওই ভবনের ফ্ল্যাটে অনেকে বসবাস করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান আজ দুপুর পৌনে ১২টার দিকে বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। এটা ধোঁয়ার কারণে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’