শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের আড়াই মাস পরই বিলুপ্ত
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের আড়াই মাস পরই বিলুপ্ত করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে শিগগিরই জেলা বিএনপির কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ নভেম্বর গঠিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। এখন থেকে ওই কমিটির কোনো কার্যকারিতা থাকবে না। অতি শিগগির শেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
জেলা বিএনপির বিলুপ্ত আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব আবদুল আওয়াল চৌধুরী দলের এই সিদ্ধান্তের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি গতকাল রাতে বলেন, ‘দলের কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রতি আমাদের আস্থা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা—সৎ, ত্যাগী, একনিষ্ঠ ও পরীক্ষিত নেতাদের নিয়ে শিগগিরই শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যাতে এই কমিটির মাধ্যমে মানুষের মন জয় করে আগামী দিনে বিএনপিকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে পারি।’
বিএনপি সূত্রে জানা গেছে, গত বছর ৩ নভেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ওই কমিটির সাবেক সাধারণ সম্পাদক হজরত আলীকে আহ্বায়ক, সাবেক সহসভাপতি সিরাজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও আবদুল আওয়াল চৌধুরীকে সদস্যসচিব করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এরপর ২ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই আহ্বায়ক কমিটি স্থগিত করেন। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়।
এর পর থেকেই জেলা বিএনপির কমিটি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন দলের নেতা–কর্মীরা। তবে দলের সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হকের সমর্থকেরা এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হজরত আলীর সমর্থকেরা পৃথকভাবে শহরে একাধিক মহড়া দেন। এতে দলের ভেতরে দুটি পক্ষ দৃশ্যমান হয়ে ওঠে। এমন অবস্থায় গতকাল রাতে কেন্দ্রীয় বিএনপি শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করল।