ডুমুরিয়ায় মাদ্রাসার পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি মাদ্রাসার পুকুর থেকে মো. মাশরাফি (১২) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মাশরাফি উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে। সে ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার মাওলানা বিভাগের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে মাদ্রাসা ছুটি হয়ে যায়। কিন্তু সবাই বাড়ি চলে গেলেও মাশরাফি বাড়ি যায়নি। এ জন্য তার বাবা মাদ্রাসাসহ স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও মাশরাফিকে না পেয়ে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদ্রাসার পুকুরে স্থানীয় বাসিন্দারা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ওই ছাত্রের লাশ উদ্ধার করে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, গতকাল বিকেল থেকে ছাত্রটি নিখোঁজ ছিল। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আজ বিকেলে মাদ্রাসার পুকুর থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রের লাশ থানায় এনে রাখা হয়েছে। আগামীকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ছেলের মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকলে স্বজনদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।